মহান স্বাধীনতা যুদ্ধে ৯ নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) এম এ জলিল এর ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মিসেস শরিফা কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও জাতীয় সমাজতান্ত্রিক পার্টি- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান এর নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল এবং পরবর্তীতে তবারক বিতরণ করা হয়। এ সময় এই মহান বীরের পরিবারের সদস্যবর্গ, জাতীয় পার্টি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন।