জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয়কারী আবুল হাসনাত আজাদ এর অসুস্থ মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর স্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মিসেস শেরিফা কাদের (সাবেক এমপি) আজ সকালে একটি প্রতিনিধি দল পাঠান। প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আঃ হান্নান, আল আমিন সরকার, আমিনুল হক মোল্লা, ইউনুস রানা প্রমুখ। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১৯ আসনের সাবেক জাতীয় পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী আবুল কালাম আজাদসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করে কুশলাদি বিনিময় করে। পরবর্তীতে প্রতিনিধি দল তাদের মাধ্যমে পাঠানো শেরিফা কাদের এর উপহার পরিবারের নিকট পৌঁছে দেয়। এসময় পরিবারের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়