1. news@www.britterbairay.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.britterbairay.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.britterbairay.com : বৃত্তের বাইরে :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দার উন্মোচন করতে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকার সাত কলেজের সমন্বয়ে গঠিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে দিলেন সেনাবাহিনী। জেনারেল ইকবাল করিম কে সরিয়ে দিতে পরিকল্পনা করেছিলেন কর্নেল জিয়া। অভ্যুত্থানে একটি উগ্র গোষ্ঠীর সমাবেশ ঘটেছে- প্রিন্স। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেফতার, স্ত্রীর টাকা দিয়ে ছাড়িয়ে নেয়ার ভিডিও ভাইরাল। ইয়েমেনে ভয়াবহ মার্কিন হামলা। ৪৩ টি দেশের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প। চীনের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ শে মার্চ মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে গাজীপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

ঘিওরে কৃষক হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

আল মামুন

নিজস্ব প্রতিনিধি-

  1. মানিকগঞ্জের ঘিওরে চাঞ্চল্যকর স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. বিল্লাল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-০৪, সিপিসি-০৩ ও র‌্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ টিম। শুক্রবার সকাল এগারোটার দিকে মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন স্বপন। রাত দশটার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের মা বাদী হয়ে গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪৮ ঘন্টা পর প্রধান আসামীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার মৃত. রুপচান মোল্লার ছেলে। শুক্রবার ভোরে রাজধানী ঢাকার বিমানবন্দর থানাধীন হাজী ক‌্যাম্প রোড এলাকা হতে গ্রেফতার করা হয় বিল্লালকে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণ মাধ্যমের বরাত দিয়ে র‍্যাব জানান, ভিকটিমের সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিবাদীদের সাথে উক্ত জমি-জমার বিরোধ নিয়ে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ীর সামনে ভিকটিমের চাচা মো: ফানু মিয়া (৬৫) এর বাড়ীর পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে। এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিমের চাচার বাড়ির পাশের ডোবা ভরাট করতেছিল। বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল। গত মঙ্গলবার বিকেলে ভিকটিমের মা বাড়িতে থাকাকালীন সময়ে ঘিওর থানাধীন গোলাপনগর সাকিনস্থ ভিকটিমের চাচার বসত বাড়ীর পাশে ফাঁকা জায়গায় ভিকটিমের চাচা এগিয়ে গিয়ে বিবাদীদের ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করতে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ শুনে ভিকটিমের বড় ভাইয়ের বউ জোহরা (৩২) এসে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের চাচা ও ভাবীকে মারধর শুরু করে। ভিকটিম হৈ চৈ শুনে ঘটনাস্থলে গেলে প্রধান আসামি মোঃ বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মনিকা সহ অজ্ঞাতনামা ০৩/০৪ জন সহযোগী পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড, লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি এলোপাথারী আঘাত করে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট